নাটোরে বাফার সার গোডাউনের স্থান পুণঃনির্ধারণের জন্যে স্মারকলিপি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫ ফজলে রাব্বি।। নাটোরে ‘বাফার সার গোডাউন’ নির্মাণের স্থান পূণঃনির্ধারণের জন্যে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা সার ডিলার এসোসিয়েশন। বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক আসমা শাহীনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগতদিনে জেলা সার বীজ ও মনিটরিং কমিটি এবং শিল্প মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ উপেক্ষা করে জেলা সদর থেকে অনেক দুরে নলডাঙ্গা উপজেলায় ‘বাফার সার গুদাম’ নির্মাণের স্থান নির্বাচন করা হয়। পরে নাটোর জেলার সার ডিলার এসোসিয়েশনের দাবীর প্রেক্ষিতে নাটোর রেল স্টেশন সংলগ্ন বিএডিসি সার গুদামের পার্শ্বে রেলের দীর্ঘদিনের পরিত্যাক্ত ও অপ্রয়োজনীয় জমিতে সার গুদাম নির্মাণের জন্য স্থান পূনঃনির্ধারন করেন এবং রেলের উক্ত জমি ছাড় করার জন্য শিল্পমন্ত্রণালয় কর্তৃক উদ্যোগ গ্রহন করা হয়। কিন্তুনীতিমালা লংঘন করে পুনরায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম গ্রহণ করে যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই স্থানে ভূমি অধিগ্রহণ করলে সরকারের এক হাজার কোটি টাকা বেশি গচ্ছা যাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেখান থেকে সার পরিবহনে ডিলার এবং কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে। এই বিষয়গুলি বিবেচনায় রেখে বর্তমান বাফার গোডাউনের পাশেই রেলের জমি অধিগ্রহণ করে সেখানে সার গোডাউন নির্মাণের অনুরোধ জানান তারা। এসময় উপস্থিত ছিলেন বি,এফ,এ ও এর পরিচালক এবং কেন্দ্রীয় বিএফএর জেলা সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি খন্দকার আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: