জগন্নাথপুরে আল আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

মোঃ কাওছার তালুকদার।।

সুনামগঞ্জের জগন্নাথপুরের আর্ত মানবতার সেবায় অসহায় মানুষের আকল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন আল আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে রানীগঞ্জ বাজারে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ মার্চ) রানীগঞ্জ বাজারের ৪র্থতলা মসজিদের সামনে ইফতার বিতরণ করেন সমাজ সেবক আবু তাহের মজনু, আঙ্গুর আলী, মাওলানা আনোয়ার হোসেন, তমজিদ আলী, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সেক্রেটারী গোলাম সারোয়ার, রানীগঞ্জ ইউনিয়ন জামাতের অর্থ সম্পাদক মিজানুর রহমান, রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি রুবেল আহমদ, ফাউন্ডেশনের জহির উদ্দিন মাসুদ, আহমেদ ওমর নোমান, সুলেমান আহমদ, আফজাল হোসেন, শাহ জালাল ফাহিম, নুর আলম রাজা, ছাত্রনেতা জাহিদ হাসান, আরিফুল ইসলাম, মোফাচ্ছির আহমদ, কাউছার আহমদ, ওসামা আহমদ, খালিদ আহমদ, মিয়াদ, সাবেক জগন্নাথপুর পশ্চিম শাখার সেক্রেটারী মোজাম্মেল আহমেদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সালমান আহমদ, সেক্রেটারী শাকিল আহমদ, রানীগঞ্জ বাজার ব্র্যাক ম্যানেজার আহমদ মুসা, কম্পিউটার গ্যালারীর স্টাপ আল আমিন, আরিফ আহমদ প্রমুখ। আল আমানাহ ফাউন্ডেশনের ইউকে প্রবাসী জুবেল আহমদ শিপু, কানাডা প্রবাসী আহমেদ ওয়ায়েছ নিজাম, ইউকে প্রবাসী মাজহারুল ইসলাম দেলোয়ার, ফয়জুল আলম, সৌদি প্রবাসী শাহানুর আহমদ, আমেরিকা প্রবাসী শাহিদুল ইসলাম, ইতালী প্রবাসী সামাদুর রহমান, ইউকে প্রবাসী আজিজুল আলম, নাকিব আহমদ, রিজাজুল আলমের অর্থয়ানে প্রায় ২৫০জন সুবিধা বঞ্চিত জনসাধারনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।