সবকিছু কী আর আইনে চলে, লাইনেও চলে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউপি সচিবকে জামায়াত নেতা কর্তৃক প্রাণ নাশের হুমকির বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে আসায় এলাকায় ‘টপ অব দ্য টক’ এ পরিণত হয়েছে । সেই সাথে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের যে উপায়ে কার্ডের তালিকা তৈরি করা হচ্ছে তা কী ফ্যাসিস্ট মুক্ত ? অথবা সরকারি আইন বা ইউনিয়ন পরিষদের আইনসিদ্ধ কিনা । কেননা এ সব কার্ড রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছে মতো ভাগাভাগি করে নিয়ে যায় । যদিও বিষয়টি নতুন নয় এবং ওপেন সিক্রেট । গত কয়েকদিন আগেও উপজেলা ইসলামি ছাত্র শিবিরের এক নেতা কথায় কথায় বলছিলেন, আমি যে কার্ড / স্লিপগুলো পেয়েছি তা সঠিক ও যোগ্য ব্যক্তিরাই পাবে । গত বুধবার (১৯ মার্চ) ভিজিএফ এর কার্ডের জন্যে ১৫০টি স্লিপ পেয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল লফিপ এবং এক পর্যায়ে সচিবকে প্রাণ নাশের হুমকিও প্রদান করে তিনি । পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের নজরে আসলে উপজেলা জামায়াতের আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে দ্রুত সমাধানের আদেশ দেন । এ বিষয়ে বর্তমান অবস্থা ও কার্ডের তালিকা প্রণয়ে রাজনৈতিক দলগুলোর এমন হস্তক্ষেপ কতটুকু বৈধ বা আইনসিদ্ধ জানতে চাইলে ইউপি সচিব মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সব কিছু কী আর আইনে চলে, লাইনেও চলে !