ব্যাংকার্স অব বাজিতপুর গঠন: আহ্বায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব সারোয়ার জামান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ বাজিতপুর প্রতিনিধি।। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জন্মগ্রহণকারী এবং স্থায়ী বাসিন্দা যারা সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে চাকরি করেন তাদের নিয়ে গঠিত হলো ‘ব্যাংকার্স অব বাজিতপুর’ নামের একটি সংগঠন। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলার মাঠের স্মৃতিসৌধ চত্বরে সংগঠনটির অভিষেক ঘটে। এদিন উপস্থিত সদস্যদের নিয়ে প্রথম সভাটিও অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আজহারুল ইসলামকে আহ্বায়ক ও সোনালী ব্যাংক পিএলসির ভৈরব শাখার ব্যবস্থাপক মো. সারোয়ার জামানকে সদস্য সচিব করা হয়। ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে যথাক্রমে সাইথইস্ট ব্যাংকের মুহাম্মদ তারেক ইউছুফ (ফুয়াদ), ডাচ-বাংলা ব্যাংকের মো. নওশাদ উদ্দিন ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মাকসুদুল হক ইকনকে। সভায় আলোচকবৃন্দ বলেন, ‘সম্মানিত সদস্যবৃন্দ যারা সময় বের করে এসেছেন এবং যারা আসার প্রবল ইচ্ছা থাকা সত্বেও আসতে পারেননি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’ সংগঠনের অভিষেক ও আহ্ববায়ক কমিটি গঠনের পাশাপাশি সভার আলোচ্যসূচিতে ছিলো-পরিচিতি পর্ব, বাজিতপুরে অফিস নেওয়া, সংগঠনের নাম নির্বাচন, সদস্য হবার নিয়ম বা মানদন্ড. যোগাযোগ মাধ্যম নির্বাচন এবং বিবিধ। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের মতামত ও আলোচনার নিরিক্ষে কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে-সকলে নিজ নিজ পরিচয় উপস্থাপন করা এবং সদস্যদের একটি প্রোফাইল বা ডাটাবেইজ তৈরী; পরবর্তীতে একাধিকবার বসে বেশী সংখ্যক সদস্যকে গ্রুপে এড করে এবং নিজেদের মাঝে আরো যোগাযোগ বৃদ্ধি করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বাজিতপুরে অফিস নেওয়ার ব্যাপারে; এসোসিয়েশানের বা সংগঠনের জন্য নতুন নাম দেওয়ার জন্য সকল সদস্যদের কাছে প্রস্তাব করা হবে; শুধুমাত্র বাজিতপুর উপজেলায় জন্মগ্রহণকারী বা স্থায়ী বাসিন্দা এবং ব্যাংকে চাকরি করেন তারাই এর সদস্য হতে পারবে। বাজিতপুরে কোন ব্যাংকে চাকরি করেন কিন্তু বাজিতপুরের সন্তান নয় এরকম কেউ এর সদস্য হতে পারবেন না; হোয়াটসঅ্যাপকে মূল যোগাযোগ মাধ্যম বা গ্রুপ হিসেবে ব্যবহার করা; আগামী ১/২ সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ভার্চুয়াল মিটিং আয়োজন করা হবে এবং আগামীতে আরো বেশী সংখ্যক ব্যাংকার্স সদস্যদের নিয়ে বৃহৎ আকারে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয় SHARES সারা বাংলা বিষয়: