গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ মাজারুল ইসলাম।। বরিশালের গৌরনদীতে রাস্তা পারাপারের দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের চাপায় জয় দত্ত (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মহব্বত আলী ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাঁরাকুপি গ্রামের সুমন দত্তের ছেলে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বার্থী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহব্বত আলী ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত অটোগাড়ি থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিল জয়। এসময় ঢাকাগামী দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের চাপায় ঘটনাস্থলেই শিশু জয় নিহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, তাৎক্ষনিক গাড়িটি পালিয়ে যাওয়ায় এখনও গাড়িটিকে ধরা যায়নি। SHARES সারা বাংলা বিষয়: