এটা দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত, অতিদ্রুত এই চোরদেরকে গ্রেফতার করা হোক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ মোঃ সাইফুল ইসলাম।। ভাঙচুর করলো কারা? এর পক্ষে সাফাই গাইতেছে কারা? মাথায় কি সমস্যা? আজ থেকে দেশে শুরু হয়েছে গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট। ১০ তারিখ পর্যন্ত চলবে। বিশ্বের ৫০+ দেশের ইনভেস্টরা এসেছে। তারা বিভিন্ন খাতে ইনভেস্ট করবে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। ড. ইউনুস খুব আশা নিয়ে বলেছিলেন, বিভিন্ন দেশের ইনভেস্টররা আসবে, এটা আমাদের দেশের জন্য গর্বের। আপনারা করলেন কী? আমরাও তো আজ হাজার হাজার মানুষদের নিয়ে আন্দোলন করেছি। কই আমাদের কাউকে তো বিন্দুমাত্র কোথাও আক্রমণ করার সু্যোগ দেয় নাই। ভাংচুর দাঙ্গা-হাঙ্গামার দেশে তারা ইনভেস্ট করবে? বাটার শো-রুমে লুটপাট, কেএফসিতে ভাঙচুর— এতে আল্টিমেটলি কী লাভ হলো? ফিলিস্তিনিরাইবা এতে কী পেল? এমন অতি উৎসাহী মূর্খদের জন্যই আমরা এত পিছিয়ে! SHARES সারা বাংলা বিষয়: