নোয়াখালী চাটখিলে বখাটে ছেলেকে পুলিশে দিলেন বাবা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ মোঃ হানিফ।। নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের এক বখাটে মাদকসেবী ছেলেকে গতকাল সোমবার পুলিশের হাতে তুলে দেন বাবা। পুলিশ সোমবার দুপুরে থানায় মামলা রেকর্ড করে বখাটে ছেলে দেলোয়ার হোসেন (৪৫) কে আদালতে প্রেরণ করে। মাদকসেবী দেলোয়ারের বাবা নুর নবী (৭৭) গতকাল সোমবার দুপুরে থানায় অভিযোগ করে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে তার ছেলে দেলোয়ার পরিবারের কাউকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত জীবনযাপন করছে। তার মাদক সেবন সহ অন্যান্য অনৈতিক কাজে পরিবারের লোকজন বাধা দিলে সে উত্তেজিত হয়ে বাবা-মা, ভাই বোনদেরকে মারধর সহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। গত রোববার রাতে সে আমার বড় ছেলে আনোয়ার হোসেন এর ঘরে ঢুকে ষ্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের রিং, ১ জোড়া কানের দুল লুট করে নেওয়ার সময় আনোয়ার বাধা দিলে সে আনোয়ারকে মারধর করতে শুরু করে। আনোয়ার এর শোর চিৎকারে আমরা এগিয়ে গেলে আমাদেরকেও মারধর করে ভয়ভীতি দেখায়। জানমালের রক্ষার স্বার্থে নিরুপায় হয়ে নিজের ছেলেকে পুলিশে দিতে বাধ্য হয়েছি। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ারকে মঙ্গলবার কোটে প্রেরণ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: