মশিন্দা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৩০ কেজি চাউল বিতরণ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
আজ গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কর্মসূচি আওতায়  সুবিধা ভগী মানুষের মাঝে  ১৫ টাকা দরে ৩০ কেজি করে   চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন  ১৫/৪/২৫ ইং মঙ্গলবার সকাল  ১০ টায়   মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা  মোঃ আমিনুল ইসলাম, মশিন্দা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা  কিশোরী মোহন পাল, খাদ্য অধিদপ্তর সরকারি কর্মচারী  মোঃ আব্দুল মালেক, এবং  গুরুদাসপুর উপজেলার নিয়োগপ্রাপ্ত  ৪ জন ডিলার বৃন্দ,  এসময় উপস্থিত থাকাসুবিধাভোগী  মানুষের বলেন আমাদের মত অসহায় নিম্নবিত্ত মানুষগুলো এত কম মূল্যের চাউল পেয়ে অনেক উপকৃত হচ্ছি, এবং  কোন সমস্যা ছাড়াই এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা চাউল নিতে পারছি এই জন্য ধন্যবাদ জানান  গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ কে এবং  মশিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বারী কে আজ ৪ জায়গায়  এ সঙ্গে  চাউর বিতরণ করা হয়, গুরুদাসপুর উপজেলার খাদ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন  সপ্তাহে  ৩ দিন এই খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হবে  বলে জানান।