ঝিনাইদহে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

সৌভিক পোদ্দার।।

মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রোধ ও শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নিরুপমা রায় এর নেতৃত্বে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সজীব সরকার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলী, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবীর এবং আরাপপুর হাইওয়ে থানার পরিদর্শক(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস। সেসময় গতি পরিমাপক যন্ত্র স্পিডগান দিয়ে উচ্চগতির যানবাহনের গতি নির্ণয় ও আটক করে সড়ক পরিবহন আইন অনুযায়ী ১৭ টি যানবাহনকে মামলা প্রদান, জরিমানা আরোপ ও নগদ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৫ টি নিয়মিত মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পিডগান ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত গতি নির্ণয় ও জরিমানা আরোপ করা হয়েছে। যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা প্রদান করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে আসবে বলে আশা করছি। মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে।