জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসলামী আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল রাতে ইসলামী আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জহির ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,দেশকে অপশাসন-দুঃশাসন মুক্ত করতে হলে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন,ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ গঠনের জন্য দ্বীন প্রতিষ্ঠা অপরিহার্য। দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। এছারাও বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ডাঃ মোশারফ হোসেন স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে আনুষ্টানিক দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়। SHARES সারা বাংলা বিষয়: