বটিয়াঘাটায় হযরত মুহাম্মদ সঃ নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

মোঃ মাসুম বিল্লাহ রায়হান।।

খুলনার বটিয়াঘাটা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বাসিন্দা ইছাবির গোলদার সোমবার সকালে কাতিয়া নাংলা বাজারে চায়ের দোকানে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে। তাৎক্ষণিক কিছু ধর্ম প্রাণ মুসলমান প্রতিবাদ করলে সে ওখান থেকে চলে যায় পরবর্তীতে বিকালে আবারও সে বাজারে আসলে তাকে দেখে ধর্মপ্রাণ মুসলমানগন তাকে ধরে একটি দোকানের মধ্যে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয় । পুলিশ প্রশ্নর আগেই সেখান থেকে সে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বটিয়াঘাটার তাওহীদি জনতা মঙ্গলবার বিকাল চারটার সময় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সভায় বক্তৃতা করেন ইমাম পরিষদের থানা সভাপতি মুফতি শহিদুল ইসলাম,খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলামিন গোলদার, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাঈদ, ৩ নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক,ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী আজাদ, হাফেজ খান জাহান,৩ নং ইউনিয়ন জামাতের উলামা সভাপতি হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম পরিষদের এসিস্ট্যান্ট সেক্রেটারি বটিয়াঘাটা মাওলানা এনামুল হক। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির জোর দাবি জানান।