ঠাকুরগাঁও বাসির প্রানের দাবি চীন-বাংলাদেশ মৈত্রী ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করার জন্য মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ঠাকুরগাঁও জেলায় হসপিটাল চাই ঠাকুরগাঁও সবসময় একটি অবহেলিত জেলা! নীলফামারিতে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে একটি। অপরপক্ষে ঠাকুরগাঁও এ নেই মেডিকেল কলেজ। রয়েছে একটি ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। কিন্তু এতে প্রতিনিয়ত প্রচুর রোগীর চাপ, যা সামলানো প্রায় মুশকিল। কারণ শুধু ঠাকুরগাঁও না পাশের জেলা পঞ্চগড় থেকেও এখানে রোগী আসে। এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা না থাকায় আমাদের উন্নতমানের চিকিৎসার জন্য যেতে হয় দিনাজপুর, রংপুর অথবা ঢাকা। তবুও চীনের দিতে চাওয়া এক হাজার বিশিষ্ট হাসপাতালটি নীলফামারিতে কেন? চীনের দিতে চাওয়া এক হাজার বিশিষ্ট হাসপাতালটি যদি ঠাকুরগাঁও জেলায় হয় তাহলে ঠাকুরগাঁও এর প্রায় ১৩ লাখ ৮০ হাজার ও পঞ্চগড় এর ১১ লাখ ৭৯ হাজার ৫০০ জন মানুষ এবং এর সাথে দিনাজপুর এর কয়েকটি উপজেলার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা ভোগ করতে পারবে। তা ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলো থেকেও অনেক সহজে রোগী আসতে পারবে। ইতিমধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হওয়ার কথা আমরা শুনতে পেরেছি। এর পাশাপাশি পিছিয়ে পড়া ঠাকুরগাঁও এর জনগণের একটা বিপুল কর্মসংস্থান এর সৃষ্টি হবে। একটি উন্নতমানের হাসপাতাল ও ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হলে আগামী কয়েক বছরের মধ্যেই ঠাকুরগাঁও জেলার অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে। তাই ঠাকুরগাঁও বাসীকে একযোগে চাওয়া তাই মানববন্ধন