কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

মোঃ আলিফ আল মারজান।।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% কোটা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দিনাজপুর এপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা ইনস্টিটিউট চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে প্রধান ফটকের সামনে হয়ে ‘দিনাজপুর সরকারি পলিটেকনিক’ এর পাশে টেকনিক্যাল মোড়ে মানববন্ধন গড়ে তোলেন। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন — “শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে পারে না”, “শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা চাই”, “ক্রাফট ইন্সট্রাক্টরদের অধিকার ফিরিয়ে দাও” ইত্যাদি। শিক্ষার্থীদের দাবি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটে যাওয়া হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের হামলার শিকার না হয়। একই সঙ্গে তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসা ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% কোটা বাতিল করা অন্যায় এবং এ সিদ্ধান্ত শিক্ষা খাতে অস্থিরতা তৈরি করবে। এ সময় বক্তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের দাবি জানাচ্ছি। যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।” মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান।