চট্টগ্রাম নালায় পড়ে নিখোজ মায়ের কোলের শিশু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

বাবলু নন্দী।।

চট্টগ্রাম নগর চকবাজার শেষ ও কাপাসগোলা মুখে  নবাব হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে, ১৮.৪.২০২৫ ইং. রোজ শুক্রবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে। একটি বাংলা রিক্সা  উল্টে গিয়ে  শাশুড়ি ও মায়ের হাতে  ছিল ছয় মাসের শিশু।রিক্সা উল্টে যাবার পর পর  ছয় মাসের শিশুটি মায়ের হাত থেকে ছিটকে পড়ে  যাই নালায়। ঘটনাস্থলের খবর পেয়ে  দ্রুত চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের ২টি  টিম আছে। পরে  আগ্রাবাদ থেকে ডুবুরি টিম পাঠানো হয়।  সেখানে  খবর পেয়ে চট্টগ্রাম মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন  এসে উপস্থিত হন। সাথে সাথে পুলিশ সেনাবাহিনীরা এসে উপস্থিত হন।দেখা যায় প্রচুর মানুষ  ভীড় জমা করেছে।  উদ্ধারকর্মীরা নালায় উদ্ধার কাজ চলমান থাকার পরও ধারণা করা যাচ্ছে পানির স্রোত বেশি থাকাই  ছয় মাসের বাচ্চা শিশুটি  অনেক দূরে চলে যায় বলে মনে করছে উদ্ধার কর্মীরা। তারপরও এরা কার্যক্রম চলমান রেখেছে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত  এতে কোন  সন্ধান মেলেনি এই ছয় মাসের বাচ্চা শিশুটির। আর দেখা যায়  নালায় প্রচুর ময়লা আবর্জনা পলিথিন জমে থাকে, মেয়র  জিজ্ঞেস করা হলে মেয়র বলে পার্শ্ববর্তী বিল্ডিং থেকে বিভিন্ন ময়লা আবর্জনা এই নালায় ফেলা হয়। যার ফলে নালায় প্রচুর ময়লা আবর্জনা জমে থাকে। তিনি চট্টগ্রাম নগরকে ক্লিন সিটি করার জন্য   ৪১ টি ওয়ার্ডে কাজ করার পরিকল্পনা করছে , সিটি কর্পোরেশনের উদ্যোগ গ্রহণ করেছে ।চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মী দ্বারা  থেকে নালা পরিষ্কার ও পরিচ্ছন্ন করা হয়।  তিনি শিশুটির জন্য দুঃখ প্রকাশ করে।