কেন্দুয়ায় দুই (২) পরীক্ষার্থী বহিষ্কার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই (২) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে । বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করায় এ বহিষ্কারাদেশ দেয়া হয় । কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব ফরিদা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেন্যু সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ অফিসার মীর্জা মোহাম্মদ অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীকে হাতে-নাতে ধরেন । পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাচাই-বাছাই করে বহিষ্কারাদেশ দেন । এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম মুঠোফোনে জানান, আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের একজনসহ মোট ২জনকে এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে । পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পড়াশোনা করতে হবে । পড়াশোনার বিকল্প নেই ।