বগুড়া কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউনুস আলী টনির দাফল সম্পন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
মোঃ আবু সাঈদ।।

কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাংবাদিক,লেখক ও কাহালু ডিগ্রি কলেজের সাবেক ভি,পি,এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী টনি গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।মরহুমের নামাজে জানায গতকাল শনিবার বাদ আসর কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ।পরে পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে কাহালু প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক কণ্যা সহ অসংখ্য গুণ গ্রাহি রেখে গেছেন।উল্লেখ্য যে গত ৯ এপ্রিল রাত অনুমানিক ৯টা ৩০মিনিটের সময় কাহালু চারমাথা এলাকায় ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় পিছন থেকে মোটর সাইকেল ধাক্কা দিলে সে মাথায় আঘাত প্রাপ্ত হয় । প্রথমে তাকে কাহালু হাসপাতালে নেওয়া হলে। অবস্থার অবনতির কারণে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেন।