শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩টন চাল জব্দ করেছে যৌথবাহিনী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
মোঃ মুরাদ মিয়া।।   শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ২ হাজার ৮৭০ কেজি (প্রায় ৩ টন) চাল জব্দ করছে যৌথবাহিনী। এ ঘটনায় আজ (রোববার, ২০ এপ্রিল) দুপুর ১২টায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শেরপুর সদর থানা ও মামলা সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককে আটক করে যৌথবাহিনী। এসময় গাড়ি দুটি থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি বিনামূল্যে বিতরণের চাল জব্দ করা হয়। এরপর আটক চালকদের তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল মিয়ার বাড়ীর পাশে অভিযান চালায় যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে চোরাকারবারীরা এবং এই স্থান থেকেও সরকারি বিনামূল্যে বিতরণের ১ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় আজ দুপুরে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতি আগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়াকে (৩৪) একমাত্র আসামি করা হয়। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম জানান, থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলমান।