সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ জন, জনমনে আতঙ্ক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ এইচ এম হক।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুরে এক পাগলা কুকুরের আকস্মিক ও বেপরোয়া হামলায় অন্তত তিনজন পথচারী আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় এই ভয়াবহ ঘটনাগুলো ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকার দেলোয়ারের দোকানের সামনে কুকুরটি হঠাৎ করেই দৌড়ে এসে একের পর এক পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে দেয়। আহতদের মধ্যে একজনের নাম মোঃ রুমি মোল্লা (৪৫) বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত সবাইকে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনায়েতপুর এবং আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দিনের পর দিন এই কুকুরগুলো বাজার, স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের আশপাশেও ঘোরাফেরা করছে। ফলে শিশু, শিক্ষার্থী, ও বৃদ্ধরা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকে সন্ধ্যার পর ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দা ডঃ মোঃ ইউনুস আলী মুন্সি বলেন, “প্রতিদিনই এই এলাকায় ১৫-২০টি কুকুর দেখা যায়। কিন্তু আজকের হামলা সবকিছুকে ছাপিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে”। এই ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কুকুর নিধন বা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করার জোর দাবি জানিয়েছেন। নতুবা যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: