গুরুদাসপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মহান মে দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
গুরুদাসপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মহান মে দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আজ (১লা মে) সকাল ৯ ঘটিকায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
গুরুদাসপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক অফিস থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গুরুদাসপুর উপজেলা চত্তরে শেষ হয়। র‍্যালি শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র‍্যালি ও পথ সভায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, মোঃ মশিউর রহমান, সাবেক সভাপতি, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক, সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজালা বিএনপি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোঃ শহিদুল শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোঃ ইসরাফিল শেখ, সাবেক ছাত্র নেতা, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, এছারাও গুরুদাসপুর ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
 আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১লা মে তারিখে পালিত হয়, যা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামের প্রতীক।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা: ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে। এ আন্দোলন পরবর্তীতে “হে মার্কেট ট্রাজেডি” নামে পরিচিত হয়। এর ফলে শ্রমিকদের দাবি বিশ্বজুড়ে স্বীকৃতি পায়।
তারই ধারাবাহিকতায় গুরুদাসপুর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও পথ সভা শেষে সকল ইমারত শ্রমিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।