বাঞ্ছারামপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর যাত্রা শুরু হলো দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১, ২০২৫ রিপন সরকার।। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় এই প্রথম টেলিভিশন জার্নালিস্টের যাত্রা শুরু হল । বাঞ্ছারামপুর উপজেলায় টেলিভিশন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র যাদের দাঁড়ায়, বাংলাদেশের বুকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় প্রত্যেক জায়গাতে কি ঘটছে, কি হতে যাচ্ছে, এই সবকিছু বিশ্বের সামনে তুলে ধরতে, বাঞ্ছারামপুর টেলিভিশন এ্যাসোসিয়েশনের সকল সদস্যরা এক ধাপ এগিয়ে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই সত্য কথা বলব সত্যের পথে চলবো, সত্য ঘটনা তুলে ধরব, মানুষ জানবে বুঝবে শুনবে, সত্য ঘটনা অনুধাবন করবে। আজকেরে মুখরিত সভায় উপস্থিত ছিলেন , মাই টিভি-র এম এ আউয়াল, বিজয় টিভি-র আশেক এমরান, এশিয়ান টিভি-র রিফাত আবির, চ্যানেল এস-র মোহাম্মদ সেলিম, বাংলা টিভি-র ফয়সাল আহমেদ, এন টিভি-র কাউসার আলম এবং ৭১ টিভি-র মোঃ বাহারুল ইসলাম। দীর্ঘ আলোচনার পর সাংগঠনিক ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১০ মে-২০২৫ তারিখে পরবর্তী সভায় কমিটি ঘোষণা করা হবে। বাঞ্ছারামপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যাত্রা শুভ হোক এ আশা ব্যক্ত করেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী SHARES সারা বাংলা বিষয়: