নডিপেনডেন্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
ইমন মিয়া।।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধার ব্যবস্থাপনায় ইনডিপেনডেন্স ২০ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবারের গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

খেলায় জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ২২ রানে জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ পুরস্কার বিতরণ করেন।
টসে জিতে জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করেতে নেমে জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৪০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা দল ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ১১৮ রান করে।
সর্বচ্চো ডট বলার অফ দ্যা ম্যাচ: জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা তাসিব ১৫ টি বেষ্ট ইকনমি বলার অফ দ্যা ম্যাচ: জুলাই ফাইটার্স গাইবান্ধা শিথিল ৪ ওভার ১৬ রান ৩ উইকেট স্টাইকার অফ দ্যা ম্যাচ: জুলাই ফাইটার্স গাইবান্ধা সিহাব জেমস্ ১৩ বলে ২৬ রান সুপার সিক্সর অফ দ্যা ম্যাচ: জুলাই ফাইটার্স গাইবান্ধা নিলয় ৪টি ম্যান অফ দ্যা ফাইনাল: জুলাই ফাইটার্স গাইবান্ধা নিলয় ৩৩ বলে ৫৩ রান সেরা বোলার: জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা স্মরণ ৯টি উইকেট সেরা ব্যাটস ম্যান: জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা রুদ্র ১৩২ রান টুর্নামেন্ট সেরা খেলোয়াড়া: জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা তাসিব ৯ উইকেট ও ৬০ রান ফেয়ার প্লে ট্রফি: জামালপুর ডি,এস, এ. দল।
খেলা পরিচালনাকারী আম্পায়গণ: আল আমিন ও ওয়াহেদুল হাসান প্রবাল।