দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
মোঃ ফরিদুজ্জামান।।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে,নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের  সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ডিমলা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (,০৪ মে ) সকাল ১১ টার সময়  নীলফামারী জেলার ডিমলা উপজেলায়, উপজেলা  বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নিজ নিজ ব্যানারে একত্রে মিছিলে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ডিমলা শহরের প্রতিটি মেইন মেইন সড়ক প্রদক্ষিন  করেন। এ ছাড়াও ডিমলা উপজেলার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন তিনি বলেন গত ১/১১ এর ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা বসত রাজনৈতিক প্রণোদিত মিথ্যা মামলায় দেন। অতিবিলম্বে তুহিন ভাইয়ের  নিঃশর্ত মুক্তি না দিলে আগামিতে এর চেয়ে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসময় আরোও বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান তিনি বলেন তুহিন ভাইয়ের অবিলম্বে মুক্তি না দিলে আমরা পুরো উত্তরবঙ্গে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
দুজ্জাম।।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপি সহ  ১০ ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতৃত্ব বৃন্দ।
উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।  দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে তিনি মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে গিয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে  আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তার নিঃশর্ত মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে আদালত প্রাঙ্গন।