কাহালু থানার পাইকড় ইউনিয়নের মালিগাছা গ্ৰামে ইজিবাইক চোর আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

মোঃ আবু সাঈদ।। 

০৫/০৫/২০২৫ ইং তারিখ রোজ সোমবার ভোরে মালিগাছা গ্ৰামের ইজিবাইক চালক মোঃ সৈয়দ আলী কাহালু থানার বিবির পুকুর হাটে ভাড়া নিয়ে যাই।এই সময় চোখের পলকে চোর ইজিবাইক টি নিয়ে চলে যাই সাথে সাথে ইজিবাইক চালক তার বাড়িতে ফোন দেই দিয়ে বলে হাঁট থেকে তার ইজিবাইক চুরি হয়েছে সঙ্গে সঙ্গে তার বাড়ির লোক জন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে ।এই সময় ঘটনা ক্রমে চোরটি ইজিবাইক টি নিয়ে ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই সময় ইজিবাইক চালক সৈয়দ আলীর পরিবারের লোকজন গাড়িটি চিনতে পারে।এবং চোর টি কে আটকে ইজিবাইক টি উদ্ধার করে।চোর টির কাছে  নাম ঠিকানা জানতে চাইলে এক একবার এক এক ঠিকানা বলে।এর পর এলাকার লোকজন চোরটিকে আটকে রেখে কাহালু থানাকে অবহিত করেন।এবং আইনগত ব্যবস্থা নিতে বলেন।