পঞ্চগড়ের বোদায় আ.লীগ নেতা বাবা-ছেলে আ.ট.ক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ আব্দুল্লাহ্ আল মামুন।। পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. মউর রহমান (৬৩) ও তাঁর পুত্র মো. সোহেল রানা (২২) কে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-০৪) বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮, ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/১১৪ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ৪ মে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মউর রহমান বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং তাঁর ছেলে সোহেল রানা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একই ইউনিয়নের সভাপতি ছিলেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: