নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশু মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ মোঃ রবিউল ইসলাম রতন ।। শেরপুরের নালিতাবাড়ীতে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে রবিউল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রবিউল ওই গ্রামের রেজাউলের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউলের ৪ বছরের ছেলে রবিউল লিচু খাচ্ছিল। কয়েকটি লিচু খাওয়ার পর অসাবধানতায় একটি লিচুর বিচিসহ গিলে ফেলার চেষ্টা করে সে। এসময় লিচুটি গলায় আটকে শ্বাসরোধ হয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয়দের সহায়তার পরিবারের লোকজন রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর জানান, রাত পৌনে নয়টার দিকে রবিউল নামে ৪বছরের একটি শিশুকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। শিশুটির গলায় লিচু আটকে স্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে এটি একটি মর্মান্তিক ঘটনা। তিনি আরও বলেন, বিচি সমৃদ্ধ যে ফলগুলো রয়েছে তা শিশুদের খাওয়ানোর সময় পরিবারের আরও সচেতন হওয়া উচিত। SHARES সারা বাংলা বিষয়: