পাঁচবিবির আওলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তার।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

বিশাল এই নির্বাচনী কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মুনছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতস সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আমরা এমন একটি শান্তিপূর্ণ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।যেখানে সকল নেতা কর্মীদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে মদানে কাজ করতে হবে। বর্তমান সময়ে আমাদের সামনে দ্বীন প্রতিষ্ঠার যে চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করতে হলে আমাদের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। নৈতিকতা, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের স্বপ্ন আমরা দেখি। সে লক্ষ্যে সকল নেতা কর্মীদেরকে  আন্তরিক ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েম অপরিহার্য। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আপনারা সবাই নিজ নিজ এলাকায় ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সকল কাজের সহযোগিতা করুন। মানুষের মন জয় করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এই আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়—এটি একটি আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, জয়পুরহাট সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সকল নেতৃবৃন্দ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা বলেন,আমাদের সংগ্রাম কেবল ক্ষমতার জন্য নয়, এটি হলো আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন। ইসলামী সমাজ গঠনে প্রত্যেক কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।