বাছাইকৃত কর্মীদের নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তার।।

গতকাল ৯ মে ২০২৫: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশেষ “বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল শাখার অন্যতম টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আদর্শিক ও নৈতিকভাবে সুসংগঠিত কর্মীবাহিনী গড়ে তুলতে নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হলে তৃণমূল পর্যায়ের কর্মীদের আদর্শিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি এড. মামুনুর রশিদ। তিনি বলেন,বাছাইকৃত কর্মীদের মধ্য দিয়ে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। এই শিক্ষা বৈঠকের মাধ্যমে তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকে ইসলামী শ্রমনীতি, আদর্শিক সংগঠন গঠন,দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা হয়।
এই শিক্ষা বৈঠকের মাধ্যমে আমাদের কর্মীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।”
বক্তব্য প্রদান করেন অন্যান্য নেতৃবৃন্দও, যারা শ্রমিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।