গোপালগঞ্জে কোটালীপাড়ায় কবি সুকান্তের পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক সুকান্ত মেলা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। কিশোর কবি কবি সুকান্তের ৭৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৩তম সুকান্ত মেলা অনুষ্ঠিত হোল । “প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি” গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে অনুষ্ঠিত হলো প্রগতির কবি কবি সুকান্তের পৈতৃক ভিটায় ঐতিহাসিক ১৩তম সুকান্ত মেলা । কবি সুকান্তের জন্ম ১৯২৬ সালের ১৫ আগস্ট তার মাতামহের বাড়ি ৪৩ মহিম হালদার ষ্ট্রিট কালিঘাট কলকাতায় । পিতা নিবারণ ভট্টাচার্য মাতা সুনিতী দেবী । পিতা ছিলেন স্বারস্বত লাইব্রেরীর স্বত্বাধিকারী যেটি ছিল বইয়ের প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র । কবি সুকান্ত ছিলেন ভাইদের মধ্যে দ্বিতীয় অন্যরা হল মনমোহন, সুশীল, প্রশান্ত, বিভাস, অশোক ও অমিয়। শৈশবে স্কুলের ফোর ক্লাসের ছাত্ররা “সঞ্চয়” নামের হাতে লেখা পত্রিকা বের হতো যার নামকরণ ছিল সুকান্তের, সেই থেকেই শৈশবে বাগবাজারে কমলা বিদ্যামন্দির থেকেই লেখক হিসেবে তার হাতেখড়ি। কবিতা রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য ছাড়পত্র (১৯৪৮), ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), মিঠে কড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ(১৯৬৫) তার মৃত্যু পরবর্তী প্রকাশিত। মার্ক্সবাদী প্রগতিশীল অকুতোভয় কবি ১৯৪৭ সালের ১৩ মে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুকান্ত মেলার উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কুমার পাল উপ-পরিচালক(উপসচিব) স্থানীয় সরকার গোপালগঞ্জ ও মোঃ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপালগঞ্জ । সভাপতিত্ব করেন মোঃ মঈনুল হক উপজেলা নির্বাহী অফিসার কোটালীপাড়া গোপালগঞ্জ। জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে তন্মধ্যে উল্লেখ্য কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী ও অন্যান্য শিল্পী গোষ্ঠী, বিশেষ ভাবে গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের শিল্পীদের পরিবেশিত পল্লী কবি জসীম উদ্দিন এর গীতিনাট্য “নকশী কাঁথার মাঠ” পরিবেশন দর্শনার্থীদের ও দর্শক শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত হয় । সুকান্ত মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দোকানীদের নানাবিধ পসরা ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল ঐতিহাসিক সুকান্ত মেলা। SHARES সারা বাংলা বিষয়: