গোপালগঞ্জ কোটালীপাড়ায় ছাত্রলীগের সেক্রেটারি জামির গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামির (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর পশ্চিমপাড়া এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে। শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে নামীয় এবং দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, আলিউজ্জামান জামির ওইদিনের বিক্ষোভে সামনের সারিতে নেতৃত্ব দেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। SHARES সারা বাংলা বিষয়: