গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জে পাঁচ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ কেজি গাঁজা সহ নজরুল মোল্লা (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রবিবার (১৮ মে) সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রাম থেকে তাকে তার নিজ বাড়িতে থেকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ফুকরা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী নজরুল মোল্লাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করে। সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায় । SHARES সারা বাংলা বিষয়: