ধামইরহাটে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫
 ছাইদুল ইসলাম।।
নওগাঁর ধামইরহাটে ২ লাখ ৪৩ হাজার টাকার মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়ন।
রোববার (১৮ মে) সকাল দশটার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম জানান, আজ দিবাগত রাত সাড়ে চারটার সময় কালুপাড়া বিওপি’র সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে, রাতের বেলায় অন্ধকারের কারণে ফেন্সিল গুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা। আসামিদের ধরতে পরবর্তীতে এই অভিযান অব্যাহত রয়েছে।