নাটোর জেলায় ‘মাটির মা ফাউন্ডেশনে’র আহ্বায়ক কমিটি গঠন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ মোঃশাহ্ জালাল মাসিম।। নাটোর জেলায় ‘মাটির মা ফাউন্ডেশনে’র আহ্বায়ক কমিটি গঠন । নাটোর জেলায় অন্যান্য জেলার ন্যায় মাটির মা ফাউন্ডেশন নাটোর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মতিয়ারা মুক্তা’র সভাপতিত্বে শনিবার ( ১৭ মে ২০২৫ খ্রিঃ) একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনকৃত মিটিংয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে নাটোর জেলার স্থায়ী বাসিন্দা আজিজুল ইসলাম কে আহ্বায়ক, মো মুক্তার হোসেন, মোল্লা নাজমুল হক, রানা ইসলাম, রাফিউল ইসলাম রাফি, ইউনুস আলী প্রামানিক কে যুগ্ম আহ্বায়ক, লিখন পারভেজ নবীন, এম এম আরিফুল ইসলাম, ইউসুফ ইমন,বকুল শেখ, মনিরুল ইসলাম, মো মাসুম রানা,ইঞ্জিনিয়ার আলমগীর, সামান আলীকে কে সদস্য এবং মো শাহ্ জালাল মাসিম কে সদস্য সচিব ঘোষনা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের পরে সংগঠনের চেয়ারম্যান সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: