নাটোরের লালপুর উপজেলায় জমিজমা নিয়ে তুমুল দ্বন্দ্বে আহত ৩ ও ১ জন আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

মোঃ শাহ্ জালাল মাসিম।। নাটোরের লালপুর উপজেলায় জমিজমা নিয়ে তুমুল দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন ও একজন আহত হয়েছে ।

আহতরা হলেন, শরিফুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম (৪৩), তার হৃদয় আলী (৩৩) ও হৃদয় আলীর স্ত্রী নিশাত তাসনিম (২৩)।
জানা গেছে, উপজেলার বালিতিতা গ্রামের মৃত ইনস্থার প্রামাণিকের ছেলে গোলাম মোস্তফা (৪১) সঙ্গে হৃদয় আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার  (১৬ মে ২০২৫ খ্রিঃ) কথা কাটাকাটিকে কেন্দ্র করে হৃদয় ও তার পরিবারের লোকজন বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তদন্ত সাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।