দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ঢাকা আলিয়া মাদ্রাসায় নতুন অধ্যক্ষ নিয়োগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ মিয়াদ হাসান ।। দীর্ঘ প্রতীক্ষা ও সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ওবায়দুল হক। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চলমান অচলাবস্থার পরিসমাপ্তি ঘটেছে এবং প্রতিষ্ঠানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদটি শূন্য থাকায় মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এই সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলনে নামে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নেয়। তাদের একতাবদ্ধ প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গঠনমূলক চাপের ফলে অবশেষে কাঙ্ক্ষিত এই নিয়োগ সম্পন্ন হলো। নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তার নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সকলেই আশাবাদী। উল্লেখ্য, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় ও সাধারণ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অধ্যক্ষের এই নিয়োগ শিক্ষার্থীদের আন্দোলনের এক গৌরবময় সাফল্য এবং দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। SHARES সারা বাংলা বিষয়: