কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

মোঃ আবু সাঈদ ‌।।‌‌

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে আড়োলা গ্রামের সাকিদার পাড়ায় গতকাল রোববার সকালে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশু সামিয়ার মৃত্যু হয়েছে। সামিয়া আড়োলা সাকিদার পাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের শিশু কন্যা।তার পারিবারিক থেকে জানা যায় সামিয়ার মা মোছাঃ মারিয়া খাতুন মেয়েকে ঘরে রেখে বাহিরে কাপড় পরিস্কার করছিল। শিশু সামিয়া খেলতে খেলতে তার একটি খেলনা পানি ভর্তি রাঙের ডিব্বার মধ্যে পড়ে যায়। সামিয়া খেলনা তুলতে গিয়ে বালতির মধ্যে উপুরে পড়ে যায়। মা সামিয়াকে দেখতে না পেয়ে কাপড় পরিস্কার করা বন্ধ করে এসে দেখেন সামিয়া বালতির মধ্যে উপুর হয়ে পড়ে আছে। মেয়েকে রংয়ের ডিব্বা হতে তুলে দেখেন সামিয়া মৃত্যুবরণ করেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।