কেন্দুয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা ।
রবিবার (২৫ মে) বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আকাশে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তিনি ।
পরে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” প্রতিপাদ্যে একটি র‍্যালী কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মহসিন খান, ভূমি অফিসের কর্মকর্তা – কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।