ভোলাহাটে বাদুড় খেকো ও পঁচা আম যাচ্ছে জুস ফ্যাক্টরিতে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ মোহাম্মদ সুহাস উদ্দিন ।। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই পরে আছে পঁচা পাকা ও বাদুড়ের খাওয়া অর্ধেক আম দেখে বোঝার উপায় নেই এসব আম আর কিছুক্ষন পর গাড়িতে করে নিয়ে যাওয়া হবে ছোট বড় সকলের পছন্দের ম্যাংগো জুস্ ফ্যাক্টরি গুলোতে। তবে এসব আম দিয়ে যে জুস্ বানানো হয় তা হয়তো আমাদের জানা ছিলো না। এই বিষয়ে প্রশাসনিক ভূমিকাও তেমন নজরে পড়ার মতো না। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান জানান বিষয় টি সম্পর্কে কোনো অভিযোগ আসেনি তবে আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো এবং এসব আম ক্রয় বিক্রয় কারীর অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো তিনি আরো বলেন এসব আমের জুস্ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি সম্পন্ন তাই জুস্ কোম্পানি গুলোর প্রতি আহ্বান থাকবে তাড়া যেন এসব পঁচা এবং বাদুড় খেকো আম বাজার থেকে ক্রয় না করে। ভোলাহাট ইসলামী ডায়গ্নস্টিক সেন্টারের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান এসব আমের জুস্ থেকে মানব দেহের বিভিন্ন রোগের ঝুঁকি রয়েছে তাই এসব আম বাজারে ক্রয় বিক্রয় রোধ করার আহ্বান প্রসশনের কাছে।আম চাষী মজাপফর হোসেন সিটু বলেন রাস্তার পাশে সস্তায় ৫ টাকা কেজি দরে পঁচা পোকাযুক্ত ও বাদুড় খেকো আম গুলো কেনার জন্য গাছ পাকা ফ্রেস আমের দাম পাচ্ছে না চাষীরা ফলে লোকসান গুনতে হচ্ছে। কিন্তু খুচরো আম ক্রেতারা বলছেন এসব আম সস্তা হওয়ায় জুস্ ফ্যাক্টরি গুলোতে চাহিদা বেশি যার জন্য আমরা এসব আম ক্রয় করছি। SHARES সারা বাংলা বিষয়: