ত্রিশাল পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা। বাজেট ঘোষণার পাশাপাশি গণশুনানিও অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাজেট ঘোষণা। এ সময় তিনি পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। বাজেটের সংক্ষিপ্ত বিবরণে বলা হয় ২০২৫-২০২৬ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকা, রাজস্ব খাতে ১১ কোটি ৩৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে ২১ কোটি ৫০ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২১ কোটি ৫০ লাখ টাকা। বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. জিয়াউল বারী, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন, পৌরসভার প্রধান সহকারী এসহাক আলী প্রমূখ। বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী এনামুল হক।। SHARES সারা বাংলা বিষয়: