উলিপুরে ৪ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ মোঃরেজাউল ইসলাম।। উলিপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেবা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব প্রভাষক আব্দুর রহমান রাজু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাকিব হাসান প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ২৯ জুন পর্যন্ত চলবে এ মেলায় ১৫টি স্টলে কন্দাল জাতীয় ফসলসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শিত হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: