কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ কোহিনূর আলম। নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৮ মার্চ ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা , কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম , গড়াডোবা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ , মাসকা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বাঙালী, কেন্দুয়া পৌরসভার বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আসাদুল করিম মামুন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী প্রমুখ । বিভিন্ন বক্তাদের বক্তব্যে ওঠে আসে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ করে ঈদকে সামনে চুরি-ছিনতাই, জ্যাম, অতিরিক্ত ভাড়া আদায় ইত্যাদি জন গুরুত্বপূর্ণ বিষয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার বাল্যবিবাহ, মাদক, জুয়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন এমন অনেক বিষয়ে জিরো টলারেন্স । এছাড়াও তিনি সরকারি ওয়েবসাইটগুলোর আপডেট সহ আলোচনার বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন । এময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: