৩১ দফা বাস্তবায়নে কামারেরচর ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
মোঃ মুরাদ মিয়া  ।।
বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০জুন ( সোমবার) বিকেলে ইউনিয়নের ডুবারচর কড়ইতলা মোড় থেকে পথসভাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারেরচর বাজারের পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে আব্দুল হক মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়৷
কামারেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল হাসান চাঁনের সভাপতিত্বে পথসভা ও লিফলেট বিতরণে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরে -ই আলম মনির,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক উমর ফারুক,যুবদলের সাধারণ সম্পাদক মনসুর ইসলাম মনি,ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহাম্মেদ নয়ন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মেরাজুল ইসলাম মেরাজ ৷
বক্তারা বলেন, “এই ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই দাবির পক্ষে আজ জনগণ জেগে উঠেছে। দুঃশাসনের অবসান ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে।”
তারা আরও বলেন, বিএনপির এই কর্মসূচি শুধু একটি দলের কর্মসূচি নয়, এটা গোটা জাতির অধিকার আদায়ের কর্মসূচি৷ সাধারণ
মানুষের মৌলিক দাবি আদায়ের লক্ষে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক হয়ে কাজ করে যাবে ৷বিশেষকরে কামারেরচরের মাটিতে কোনো  আওয়ামীলীগ দোসরদের জায়গা দেওয়া হবেনা ৷ দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে চাইলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা ৷
এসময় অন্যান্যদের মাঝে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক চন্দন,যুবদলের সভাপতি আকরাম হোসেন, শ্রমিকদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রিপনসহ  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।