খুবজীপুরের পিপলা গ্যাস লাইট বিস্ফোরণে শিশুর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
মদিনা উপজেলার পিপলা গ্রামের আব্দুস সামাদের কন্যা।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা। এ সময় চুলার ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জ্বলন্ত লাকড়ির একটি অংশ ছুটে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসমাউল হক।
এস এম পারভেজ তালুকদার।।