শামুক জানী নদীর ব্রিজ ও উক্ত এলাকা পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শামুক জানী নদীর ব্রিজ ও উক্ত এলাকা পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা । রবিবার (৬জুলাই) আনুমানিক দেড় ঘটিকায়এ পরিদর্শন করেন তিনি । জানা যায়, এই ব্রিজের নিচ থেকেই গতকাল (৫জুলাই) নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের মোটরসাইকেলটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ এ সময় ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব, কেন্দুয়া থানা পুলিশ ফোর্স, স্থানীয় নেতৃবৃন্দ, বাসিন্দা ও সাংবাদিকবৃন্দ । কোহিনূর আলম ।। SHARES সারা বাংলা বিষয়: