জামালপুরে ভেঙে ফেলা হচ্ছে বিজয় চত্বর; স্থাপিত হবে জুলাই স্মৃতি স্তম্ভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ মো: বিপুল হোসেন।। জামালপুরে বিজয় চত্বরের মূল স্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে স্থাপন করা হবে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়। ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে বিজয় চত্বরটি নির্মাণ করা হয়। প্রথমে এ স্থাপনাটির নাম দেওয়া হয় মির্জা আজম চত্বর। উল্লেখ্য, গত ৩ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় জামালপুর বিজয় চত্বর ভেঙে সেখানে জুলাই শহীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ব নির্মাণের সিদ্ধান্ত দেওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: