কেন্দুয়া থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া থানায় উন্মুক্ত আলোচনায় ওপেন হাউজ- ডে অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৩১ মার্চ) কেন্দুয়া থানার আয়োজনে কেন্দুয়া থানা প্রাঙ্গনে এ “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয় । কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম- সেবা)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ হারুণ অর রশিদ । তিনি মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান । এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার সহ কেন্দুয়া থানা এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ । ওপেন হাউজ- ডে আলোচনা সভায় , ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক,কিশোর গ্যাং, জুয়া, চুরি ইত্যাদি অপরাধ রোধ এবং পুলিশের বিভিন্ন সেবা বিষয়ে উপস্থিত অতিথিদের সাথে উন্মুক্ত আলোচনা হয় । SHARES সারা বাংলা বিষয়: