সিরাজগঞ্জের বেলকুচিতে ৪র্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
এইচ এম হক চৌহালী।।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত দোকানদার চাঁন মোহাম্মদ শিকদার (৬০) একই গ্রামের মৃত লাল মিয়া শিকদারের ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে তার মেয়ে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় একটি দোকানে চিপস কিনতে গেলে দোকানদার চাঁন মোহাম্মদ মেয়েটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি বাড়ি ফিরে মেয়েটি মা-বাবাকে জানায়।
পরবর্তীতে ছাত্রীর মা ও বাবা অভিযুক্ত চাঁন মোহাম্মদের পরিবারের কাছে ঘটনাটি জানতে গেলে তারা দুজনকেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে ছাত্রীর মা বেলকুচি থানায় চাঁন মোহাম্মদ শিকদারকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন সাংবাদিকদের জানান, “আমরা প্রাথমিকভাবে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে যেন প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।