শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ মোঃ মুরাদ মিয়া।। শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রোববার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের সামনে ওই ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা)সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদন করা যাবে। ভূমি অফিসে আসা সাধারণ মানুষের হয়রানী কমাতে এ কেন্দ্র চালু করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: