শেষ বয়সে এসেও ৬ সন্তানের জননী বেগম কে দেখার মতো নেই কেও দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ মোঃ সুহাস উদ্দিন।। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোসা : বেগম (৯৫) ৩ ছেলে ও ৩ মেয়ের জননী বেগম,স্বামী ইদ্রিস মারা যাওয়ার পর,, পরে আছেন রাস্তার পাশে কেনালের তীর ঘেঁষে এক ছোট্ট খড় কুটার ঘরে। ঘরে নেই কোনো খাবার কিংবা ভালো কোনো জামা কাপড়।বৃষ্টি কিংবা ঝড় এলেই ভিজে যেতে পারেন তিনি অথবা কেনালের পাশে বাড়ি হওয়ায় ভেসে যাওয়ার আশংকাও রয়েছে। ঘরের সামনে রয়েছে ময়লা ফেলার স্তুপ অস্বাস্থ কর পরিবেশে এভাবেই দিন কাটছে তার দেখার যেন কেও নেই। ১০ দিন হয়ে গেলো নিজের রান্না করা ভাত খেয়েছেন তবে তিনি বলেন বেশির ভাগ সময় পাড়া প্রতিবেশীর কাছ থেকে ভাত চেয়ে খান কখনো ১ বেলা কখনো বা ২ বেলা আবার কখনো কখনো না খেয়েই দিন কাটে এই বৃদ্ধ অসহায় বেগমের। এলাকাবাসী জানান তার ৩ ছেলে ভিন্ন ভিন্ন বাড়িতে থাকেন কেও তার মা কে দেখাসোনা করেন না। প্রতিবেশীরা ভাত দিলেই দুমুঠো খেতে পান এই বৃদ্ধা ৫০ বছর ধরে এভাবেই কাটছে তার জীবন।কেও নিয়ে যেতে চাইলেও যেতে রাজি নন তিনি কারণ তার ইচ্ছা শেষ নিঃশাস যেন এখানেই ত্যাগ হয় তিনার। তাই এই অসহায় বৃদ্ধা বেগম ও প্রতিবেশীদের দাবি সরকারি সহায়তায় যেন তাকে একটি ভালো ঘর করে দেওয়া হয় বাকি জীবন টা কাটানোর জন্য। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ জানান তিনি অনেক অসহায় আপনাদের মাধ্যমে জানলাম বিষয়টি দেখে চেষ্টা করবো তাকে সাহায্য সহযোগিতা করার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান আলোকিত গৌড় কে জানান আপনাদের মাধ্যমে বিষয় টি জানতে পারলাম এবং খুব দ্রুত এই বিষয়ে সহযোগিতা করবো বলে আসস্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: