নবাগত বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকের শুভেচ্ছা বিনিময় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ মোঃ মনিরুল ইসলাম।। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আফরিন জাহান(১৪ জুলাই সোমবার) বিকালে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সাংবাদিকের সঙ্গে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে আফরিন জাহান ১৩ জুলাই রবিবার বেলকুচি উপজেলা যোগদান করেন। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান। বেলকুচি উপজেলা নির্বাহীকর্মকর্তার দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রেজা প্রচার সম্পাদক আশিকুল ইসলাম। কার্যকারী সদস্য মান্নান শেখ,কার্যকারী সদস্য মিন্টু মিয়া, কার্যকারী সদস্য তামজিদ রিয়াল, কার্যকারী সদস্য সুমন প্রামানিক, জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ। নবাগত বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বেলকুচি উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকদের সাথে একত্রিত হয়ে বলেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব, বেলকুচি উপজেলা ও পৌরসভার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো। SHARES সারা বাংলা বিষয়: