গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ কোহিনূর আলম।। সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি, গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বতির প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল । মিছিলটি কেন্দুয়া পৌরসভার খাদ্য গুদামের সামনে থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দমননীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন । আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে । যাতে কোন দুর্নীতি, ষড়যন্ত্র ও অপশক্তি মাথাছাড়া দিয়ে ওঠতে না পারে । SHARES সারা বাংলা বিষয়: